Dhaka polytechnic institute Rover alumni association

ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট অ্যালামনাই এসোসিয়েশন এর লক্ষ উদ্দেশ্য :


 ১। ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট এর ভাবমূর্তি উন্নত করা
 ২। অ্যালামনাইদের মাঝে একতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ স্থাপন করা।
পরস্পরকে যথাসম্ভব সাহায্য সহযোগিতা করা। 
৩। অ্যালামনাইদের চাকুরীতে সহায়তা করা। কোন প্রকার আর্থিক সংকট কিংবা
চাকুরী সংক্রান্ত অসুবিধা দেখা দিলে তাহা নিরসনের জন্য প্রচেষ্টা গ্রহণ করা।
৪। অ্যালামনাইদের পোষ্য এবং আত্মীয়স্বজনদের শিক্ষা গ্রহণ কিংবা চাকুরী
লাভে সহায়তা প্রদান করা। 
৫। অ্যালামনাইদের, তাদের পোষ্য এবং আত্মীয়স্বজনদের সুচিকিৎসা লাভে সহায়তা প্রদান করা। 

No comments

Powered by Blogger.